গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
পুলিশ সুপারের কার্যালয়
গাইবান্ধা।
-ঃ উন্মক্ত দরপত্র বিজ্ঞপ্তি ঃ-
স্মারক নং- /ই, তারিখ- /০৬/২০১৮খ্রিঃ।
“দি পাবলিক প্রকিউরমেন্ট আইন,২০০৬ ও পারলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এবং তৎপরবর্তীতে সংশোধীত আইন/বিধিমালা মোতাবেক ২০১৮-২০১৯ অর্থ সালে গাইবান্ধা জেলা পুলিশের পিকআপ, মাইক্রোবাস ও লেগুণা ভাড়া কাজের দরপত্র আহবান করা যাচ্ছে।
১. মন্ত্রণালয়/বিভাগ ঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়/পুলিশ বিভাগ
২. সংস্থা ঃ জেলা পুলিশ, গাইবান্ধা।
৩. সংগ্রহকারী সত্তার নাম ও জেলা ঃ পুলিশ সুপার, গাইবান্ধা।
৪. আহবানের সূত্র ঃ স্মারক নং- /ই, তারিখ- /০৬/২০১৮খ্রিঃ।
৫. সংগ্রহের পদ্ধতি ঃ উম্মুক্ত দরপত্র।
৬. বাজেট এন্ড সোর্স অফ ফান্ড ঃ রাজস্ব বাজেটের আওতায় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট কোড নং-৪৮৪৬
৭. দরপত্র বিজ্ঞপ্তি নং ঃ ০৩/২০১৮-২০১৯
৮. দরপত্র প্রচারের তারিখ ঃ ০১/০৭/২০১৮খ্রিঃ মধ্যে।
৯. দরপত্র বিক্রয়ের সর্বশেষ তারিখ ঃ ১৫/০৭/২০১৮খ্রিঃ ১৫.০০ ঘটিকা পর্যন্ত)।
১০. দরপত্র গ্রহণের তারিখ ও সময় ঃ ১৬/০৭/২০১৮খ্রিঃ দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত।
১১. দরপত্র খোলার তারিখ, সময় ও স্থান ঃ ১৮/০৭/২০১৮খ্রিঃ দুপুর ১৩.০০ ঘটিকা। পুলিশ অফিস, গাইবান্ধা।
১২. দরপত্র মূল্যায়নের তারিখ ও সময় ঃ ১৮/০৭/২০১৮খ্রিঃ ১২.০০ ঘটিকা।
১৩. দরপত্র বিক্রয়কারী অফিসের নাম ও ঠিকানা ঃ পুলিশ সুপারের কার্যালয়,গাইবান্ধা ও রংপুর রেঞ্জ ডিআইজি অফিস।
১৪. দরপত্র গ্রহণকারী অফিসের নাম ও ঠিকানা ঃ পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধা।
১৫. দরপত্র দাতার যোগ্যতা ঃ সরকারী,আধাসরকারী ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে উল্লিখিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১৬. দরপত্রের সাথে যে সমস্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে ঃ হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সকল কাগজপত্র নামযুক্ত সীলসহ সত্যায়িত হতে হবে)
১৭. দরপত্র আহবানকারী অফিসের নাম ঃ পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধা।
১৮. দরপত্র আহবানকারী কর্মকর্তার নাম ও পদবী ঃ জনাব আবদুল মান্নান মিয়া, পুলিশ সুপার, গাইবান্ধা।
১৯. কাজের বিবরণ দরপত্র সিডিউলের মূল্য দরপত্র জামানত কাজের সময়সীমা
(ক) পিকআপ ভাড়া (৪৮৪৬) ১,০০০/- ৭৫,০০০/- ২০১৮-১৯ অর্থ সালের ৩০/০৬/২০১৯ পর্যন্ত।
(খ) মাইক্রোবাস ভাড়া (৪৮৪৬) ১,০০০/- ১,০০,০০০/-
(গ) লেগুণা ভাড়া (৪৮৪৬) ১,০০০/- ৭৫,০০০/-
২০. (ক) নির্দিষ্ট সময়ের পর আর কোন দরপত্র গ্রহণ করা হবে না।
(খ) যথাযথ কর্তৃপক্ষ দরপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
(গ) দরপত্র সীলগালাযুক্ত খামে ঠিকাদার এবং সংগ্রাহক সত্তার নাম সম্বলিত হতে হবে।
(ঘ) অন্যান্য সকল তথ্যাদি দরপত্রের সাথে সংযুক্ত থাকতে হবে।
(ঙ) দরপত্র জামানত গ্রুপ অনুযায়ী যে কোন তফশিলি ব্যাংক হতে পুলিশ সুপার, গাইবান্ধার অনুকুলে ব্যাংক ড্রাফট/পে-অডার এর মাধ্যমে
দরপত্রের সাথে দাখিল করতে হবে।
(চ) দরপত্র “ দি পাবলিক প্রকিউরমেন্ট আইন,২০০৬ ও পারলিক প্রকিউরমেন্ট বিধিমালা,২০০৮” মোতাবেক সকল শর্তাবলী কার্যকর হবে।
(আবদুল মান্নান মিয়া)
বিপি নং-৭৪০৩০২৭৮৪৬
পুলিশ সুপার
গাইবান্ধা।
অনুলিপি ঃ সদয় অবগতি ও বহুল প্রচারের জন্য প্রেরণ করা হলো।
০১। ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর।
০২। জেলা প্রশাসক, গাইবান্ধা।
০৩। পুলিশ সুপার.................................. (সকল), রংপুর রেঞ্জ।
০৪। নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ/এলজিইডি/পিডিবি/সড়ক ও জনপথ, গাইবান্ধা।
০৫। সিভিল সার্জন, গাইবান্ধা।
০৬। সচিব, জেলা পরিষদ, গাইবান্ধা।
০৭। মেয়র, গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা।
০৮। নোটিশ বোর্ড, পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস